হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শফিক মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শফিক সুনামগঞ্জ জেলার ধর্মঘর থানার আব্বাসচড় এলাকার হরমুজ মিয়ার ছেলে। আজ রবিবার সকালে উপজেলার নোয়াপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শফিক মিয়া পেশায় একজন কারখানা শ্রমিক। তিনি দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থেকে সায়হাম টেক্সটাইলস মিলে কাজ করতেন। প্রতিদিনের মতো সকালেও সে কাজে যাওয়ার জন্য মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নোয়াপাড়া মির্জাপুর এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/নাজমুল