তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছে বলে জানান জবি শিক্ষার্থীরা।
বুধবার দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে প্রবেশেকালে মৎস্য ভবন মোড়ে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাতেমা আলী বলেন, যৌক্তিক দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। পুলিশের অতর্কিত হামলায় আমাদের শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ‘মার্চ টু যমুনা’ শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের বিশাল মিছিলটি যমুনার অভিমুখে প্রবেশেকালে মৎস্য ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত ২৫ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত