দ্বিতীয় বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। শুক্রবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সহযোগিতায় স্কোয়াশ ফেডারেশন ও তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয় স্কোয়াশ অ্যাসোসিয়েশন। মার্ক্স হাসপাতালের সঙ্গে পৃষ্ঠপোষকতা করেছে সেনাকল্যাণ ও আর এফ এল। পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন কাউসার এবং রানাসআপ মো. রায়হান এবং মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন ও রানাসআপ রিয়াজুল জান্নাত উর্ধু ও জ্যোতি রানি। প্লেট গ্রুপ পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন লেফটেন্যান্ট মীর্জা রায়হানুর রহমান ও রানাসআপ মুবিন এবং মেয়েদের চ্যাম্পিয়ন মারজান ও রানাসআপ ঐষ্যি। বিকালে পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও ইঅ্যান্ডসি মেজর জেনারেল মু. হাসান-উজ-জ্জামান ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.)।