বিসিবির সভাপতি পদে নির্বাচন করবেন কি না সরাসরি বলেননি। আকার ইঙ্গিতে বুঝিয়েছেন। অবশ্য নির্বাচন করবেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তামিম ইকবাল, ‘এবার নির্বাচন করছি আমি।’ অনেক দিন ধরেই ক্রিকেটপাড়ায় ভেসে বেড়াচ্ছিল বিসিবির সভাপতি নির্বাচন করবেন তামিম। বিসিবির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, ক্রিকেট বোর্ডে এলে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও আমার থাকবে।’ সাবেক অধিনায়ক নির্বাচন করবেন। শোনা যাচ্ছে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সভাপতি পদে নির্বাচন করবেন। হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করবেন, ক্রিকেটপাড়ায় গরম সংবাদ। কিন্তু বিসিবির নির্বাচন কবে? বিসিবির সভা আজ। সেখানে এজেন্ডা হিসেবে রয়েছে বিসিবির নির্বাচন। বিসিবির নির্বাচন কমিশন আজই চূড়ান্ত করবে পরিচালনা পর্ষদ। তেমনই জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, ‘পরিচালনা পর্ষদের সভায় বিসিবির আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হবে।’
নির্বাচন কমিশন গঠনের কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। শোনা যাচ্ছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন। ২০২১ সালের ৬ অক্টোবর বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ৭ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করে বর্তমান কমিটি। নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী। তিন ক্যাটাগরিতে নির্বাচন করবেন প্রার্থীরা। ক্যাটাগরি-১-এ ১০ পরিচালক নির্বাচিত হবে জেলা ও বিভাগের কাউন্সিলরদের সরাসরি ভোটে। ক্যাটাগরি-২-এ ৭৬ ক্লাবের কাউন্সিলররা ১২ পরিচালক এবং ক্যাটাগরি-৩-এ সার্ভিসেস দল, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচ কাউন্সির, আম্পায়ার অ্যান্ড স্কোরার্সরা নির্বাচন করবেন একজন পরিচালক। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়। ২৫ পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত করবেন বিসিবি সভাপতি।