বসুন্ধরা কিংসের সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। ঢাকায় চলে এসেছেন নতুন নিয়োগপ্রাপ্ত আর্জেন্টিনার কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ। রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতাকে না করার পর নতুন মৌসুমের জন্য বসুন্ধরা কিংস নিয়োগ দেয় ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসকে। তার সঙ্গে চুক্তিও সেরে ফেলেছিল কিংস ম্যানেজমেন্ট। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সার্জিওর দায়িত্ব শুরু করার কথা ছিল। দোহায় সিরিয়ার আল কারোমাহর বিপক্ষে কিংসে দেখা মেলেনি বিদেশি কোচের। কাতারে আসতে কিংস বিমানের টিকিটও পাঠিয়ে দিয়েছিল। অথচ অদ্ভুত এক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিলিয়ান এ কোচ। কিংসের টিকিট দিয়ে তিনি কাতারে উড়ে এসেছিলেন ঠিকই। কিন্তু তা অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে। যা ফিফা আইনে পুরোপুরি অবৈধ।
ব্রাজিলিয়ান কোচ এমন কাণ্ড ঘটানোর পর কিংসের সমর্থকরা কিছুটা হলেও চিন্তিত ছিলেন। কেননা কিংস থেকে আর্জেন্টিনা কোচের নাম ঘোষণার পরও কেউ কেউ চিন্তা করছিলেন ফারিয়াসের মতো কিছু ঘটবে না তো। না, মেসির দেশের লোক আশপাশ আর দেখেননি। সোজা উড়ে এসেছেন ঢাকায় এবং বসুন্ধরা কিংসেও যোগ দিয়েছেন। প্রায় ২৪ ঘণ্টা ভ্রমণ শেষে গতকাল সকালেই এসেছেন মারিও গোমেজ। পুরো দিনটাই বিশ্রামে কাটিয়েছেন। কয়েকজন ক্লাব পরিচালকের সঙ্গে হালকা কথাবার্তা বলেছেন, এই যা। ক্লাব সভাপতি ইমরুল হাসানের সঙ্গে আজই দেখা করবেন। বিকালে বসুন্ধরা কিংস অ্যারিনায় গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষে অনুশীলনে নামবেন। বসুন্ধরা কিংসে আর্জেন্টাইন ফুটবলার খেলে গেলেও এই প্রথম আর্জেন্টাইন কোচ পেয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দলটি। বলা যায়, আজই কিংসে শুরু হতে চলেছে গোমেজ অধ্যায়। আর তার অভিষেক হবে ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ দিয়ে। ১৫ সেপ্টেম্বর কুমিল্লা ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি হবে কিংস-মোহামেডানের মধ্যে।
মারিও গোমেজ এমন এক সময় দায়িত্ব পালন শুরু করছেন তখন তার ১৫ শিষ্য বাংলাদেশের ক্যাম্পে। এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাই পর্বে খেলতে ভিয়েতনাম গেছেন কিউবা মিচেল, শ্রাবণ, জনি, রিমন ও মহসিন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন- তপু, সাদ, তাজ, সোহেল রানা (বড়), হৃদয়, শাহরিয়ার ইমন, সোহেল রানা (ছোট), তারিক কাজি ও রাকিব। ফাহিম পুলিশের বিপক্ষে প্রীতি ম্যাচে আঘাত পাওয়ার পরও ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোচ আবার জাতীয় দলের অনুশীলন দেখতে যেতে পারেন। ঘরোয়া মৌসুমে এবার পাঁচ আসর। হাই প্রোফাইল কোচ বলেই আলোচনা হচ্ছে বেশি। দেখা যাক এক বছর দায়িত্বে থেকে গোমেজ কিংসকে কী এনে দিতে পারেন?