পাকিস্তান আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল গত মে মাসে। ১৭ থেকে ২৯ নভেম্বর ম্যাচগুলো হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ও লাহোরে। টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি। সেই আয়োজন ভেস্তে যাচ্ছে। কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না।
উরগুনে সম্প্রতি পাকিস্তানের হামলায় বেশ কয়েকজন আফগান বেসামরিক নাগরিক প্রাণ হারায়। তাদের মধ্যে তিনজন ক্রিকেটার ছিলেন। যারা পাস্তিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। আফগানিস্তানের ক্রিকেট পরিবার, ক্রীড়াবিদ তথা দেশের ক্রীড়াসমাজের জন্য এটি বড় আঘাত ও বিশাল ক্ষতি হিসেবে অভিহিত করেছে আফগান ক্রিকেট বোর্ড। যারা নির্মমভাবে ক্রিকেটার হত্যা করেছে তাদের দেশে খেলতে যাওয়া মানে শহীদদের সঙ্গে বেইমানি। শুধু এখন নয়, ভবিষ্যতেও আফগান ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কি না, এ সিদ্ধান্ত নেওয়া জরুরি মনে করছে আফগান ক্রিকেট বোর্ড।