বসুন্ধরার ঢাকা মেভেরিক্স ‘ফ্রস্ট ব্লাস্ট টি-২০ চ্যাম্পিয়নশিপ’-এ জয় পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা মেভেরিক্স। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে মাসব্যাপী এ ক্রিকেট উৎসবের লিগ পর্বের ম্যাচে জয় পেয়েছে তারা। সকালে দিনের প্রথম ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের মুখোমুখি হয় গ্রামীণফোন লিমিটেড। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২১ রান করে মার্কেন্টাইল ব্যাংক। দলের দুই ওপেনার হাবিব ও অধিনায়ক নিপু শুরুতেই গড়ে দেন জয়ের ভিত। ওপেনিং জুটিতে ৬৪ বলে ৯২ রান করেন তাঁরা। হাবিব ৩১ বলে ৪১ ও নিপু ৫৫ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। এ ছাড়া পারভেজ ২১ বলে ৪৬ ও নাজির ৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানে থেমে যায় গ্রামীণফোন। ১০২ রানের বিশাল জয় পায় মার্কেন্টাইল ব্যাংক। বিকালের ম্যাচে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালকে (জেটিআই) ৮০ রানে হারিয়েছে ঢাকা মেভেরিক্স। টস জিতে প্রথমে ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান করে মেভেরিক্স। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রানে থেমে যায় জেটিআই।