যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে অভিনেত্রী কাইলি পেজের মরদেহ। প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানকেই ২৮ বছর বয়সী কাইলির মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
তবে এখনও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ফেন্টানিলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যদিও কাইলির মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
মূলত ওকলাহোমার তুলসা শহরে জন্ম ও বেড়ে ওঠা কাইলির আসল নাম ছিল কাইলি পাইলান্ট। তিনি একসময় নেটফ্লিক্সের একটি রিয়েলিটি শোর প্রতিযোগী হিসেবেও অংশ নেন।
বিডি প্রতিদিন/আশিক