মালয়েশিয়ায় পেনাংয়ের প্রাক্তন গোলরক্ষক ফিরোস মোহাম্মদ শনিবার (৫ জুলাই) মানজুং পৌরসভা স্টেডিয়ামে একটি ম্যাচ চলাকালীন আকস্মিকভাবে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন।
দেশটির সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী ফিরোজ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যুবরণ করেন। তিনি কেদাহ দলের বিপক্ষে ড. জামব্রি আব্দ কাদির কাপ টুর্নামেন্টে খেলছিলেন। এই প্রতিযোগিতায় পেনাং, কেদাহ, পেরাক ও পেরলিসের প্রাক্তন ফুটবল কিংবদন্তিরা অংশগ্রহণ করেছিলেন।
পেনাং এক বিবৃতিতে এ দুঃসংবাদ নিশ্চিত করেছে এবং গোলরক্ষকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘পেনাংয়ের পরিচালনা পর্ষদ এবং সমস্ত কর্মীরা প্রাক্তন গোলরক্ষক ফিরোস মোহাম্মদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন।’
১৯৯০-এর দশকে পেনাং প্যান্থার্স দলের হয়ে ফিরোজ মোহাম্মদ একজন দুর্দান্ত গোলকিপার হিসেবে সমাদৃত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ