সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করে আগের পরিপত্র জারির দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে ঘটে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান। বছর পেরিয়ে আবার ফিরে এসেছে জুলাইয়ের দিনগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের ৬ জুলাই ছিল আন্দোলনের ষষ্ঠ দিন। গত বছরের আজকের দিনে ঘোষণা আসে বাংলা ব্লকেড কর্মসূচির। পাশাপাশি ক্লাস-পরীক্ষা বর্জন এবং দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধের ঘোষণা দেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন বিকালে রাজধানীর শাহবাগে এসব ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম।
এর আগে ৬ জুলাই রাজধানীর শাহবাগ, ঢাকা-রাজশাহী মহাসড়ক, ঢাকা-রংপুর মহাসড়ক, ঢাকা-পাবনা মহাসড়ক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চট্টগ্রামে ও পুরান ঢাকায় আন্দোলনকারীদের রাস্তায় নামতে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করেই সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ জুলাই বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। তাদের মিছিল হাজী মুহাম্মদ মুহসীন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড়, বকশীবাজার, বুয়েট, পলাশীর মোড়, আজিমপুর, ইডেন কলেজের রোড, হোম ইকোনমিকস রোড, নীলক্ষেত মোড়, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগে এসে থামে। এরপর সমন্বয়ক নাহিদ ইসলাম এদিন ৭ জুলাই ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে পুলিশের বাধা উপেক্ষা করে এদিন পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বিকাল ৩টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব মোড়ে এলে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়। বাধা উপেক্ষা করে জবি শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাঁতীবাজার মোড় অবরোধ করেন। জবি শিক্ষার্থীদের মতোই পুলিশি বাধা উপেক্ষা করে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে গণজোয়ার তৈরি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা-রাজশাহী মহাসড়ক। এদিন বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি বাধা হতে পারেনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সামনেও। কোটা সংস্কারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে তারা অবরোধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের মূল গেটসংলগ্ন গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনের শুরুতে সকালে মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। খুলনার শিববাড়ী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
আজ নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পদযাত্রা এবং পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এ দলটি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি হাতে নিয়েছে।