যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবসে ৪ জুলাই দেশের ১৬৭ স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এ বিক্ষোভ-সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ‘ফ্রি আমেরিকা’ কর্মসূচির সংগঠকরা। যদিও বিক্ষোভের মধ্যেই ট্রাম্প বিভিন্ন শ্রেণি-পেশায় নিজের কট্টর সমর্থকদের জড়ো করে হোয়াইট হাউসে ‘বনভোজন’ পার্টি দিয়েছেন। দিবসটিতে ট্রাম্প যখন তার সমর্থক-সহকর্মী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের পাশে নিয়ে উৎসব করছিলেন তখন হোয়াইট হাউসের আশপাশে এবং যুক্তরাষ্ট্রের বহু সিটিতে ‘ফ্রি আমেরিকা’ স্লোগানে প্রকম্পিত হচ্ছিল। বিক্ষোভের মুখে লস অ্যাঞ্জেলেস সিটিতে স্বাধীনতা দিবসের কর্মসূচি ভন্ডুলও হয়ে যায়। এ কর্মসূচির কো-চেয়ার নিকোল গিইবেল শুক্রবার বলেন, অভিবাসীদের শ্রম-ঘামে গড়ে ওঠা আমেরিকা থেকে কঠোর পরিশ্রমী অভিবাসীদের তাড়ানোর পাশাপাশি সিটিজেনদের মৌলিক অধিকার হরণের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ট্রাম্পকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।