জুলাই সনদ দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। এগুলো নিয়ে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় করব। প্রধান ইস্যুগুলোতে আমরা (রাজনৈতিক দলগুলো) সবাই একমত হয়েছি।’ গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। দলটির সঙ্গে সৌহার্দ বজায় আছে। বিচ্ছিন্নভাবে কেউ কিছু বললে সেটা উচিত নয়। সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক আলোচনা হতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু নির্বাচনটা যাতে হাসিখুশির মধ্যে সম্পন্ন হয় সে চেষ্টা করা হবে।
এর আগে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যায়।