বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া উপপরিচালক ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। গতকাল দুপুরে হাসপাতালে পরিচালকের কার্যালয়ের সামনে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিত করতে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন।