লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি জমিতে নির্মিত উপজেলা শ্রমিক দলের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল সকালে ইউএনও জাকিয়া সুলতানার নেতৃত্বে যৌথ বাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গায় আধাপাকা ঘর করে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ।