নারায়ণগঞ্জে মেঘনা নদী থেকে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা ১০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। গতকাল আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, চৈতেনকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মণ্ডল।