টাঙ্গাইলের ধনবাড়ীর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমামকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ধনবাড়ীর ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা। গতকাল ইমাম মুয়াজ্জিন পরিষদের আয়োজনে ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিচারের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, কৃষক দলের ধনবাড়ী উপজেলা শাখার সহসভাপতি আমজাদ হোসেনের নাতি লাবিব সম্প্রতি মসজিদে নামাজের সময় ইমামকে এক বিএনপি নেতার জন্য দোয়া করতে বলেন। ইমাম মাহমুদুল হাসান দোয়া না করায় গত সোমবার সন্ধ্যায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমরা দ্রুত অভিযুক্ত লাবিবসহ জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাই।
বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা বিএনপির সভাপতি অভিযুক্তের দাদা আমজাদ হোসেনকে কৃষক দলের পদ থেকে মৌখিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন। এরপর ধনবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান ও সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।