ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবা লিল মিয়া (৭৫) হত্যা মামলায় ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়। গতকাল ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ দ াদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট নবীনগরের জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে লিল মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জসিমের। একপর্যায়ে ঘর থেকে কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় ছাহাইট) দিয়ে বাবার মাথায় আঘাত করেন ছেলে। বৃদ্ধ লিল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।