কিশোরগঞ্জের তাড়াইলের ব্যবসায়ী আনোয়ার ফকির হত্যা মামলায় ইসলাম উদ্দিন (৫৫) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। নিহত আনোয়ার ফকিরের বাড়ী উত্তর ধলা গ্রামে। দণ্ডপ্রাপ্ত ইসলাম উদ্দিনের বাড়ী তেউরিয়া গ্রামে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উপজেলার উত্তর ধলা চকেরবাড়ির ব্যবসায়ী কামরুল ইসলাম ও তেওরিয়া এলাকার সাবেক মেম্বার ইসলাম উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুলকে ছুরিকাঘাত করেন ইসলাম। কামরুলকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাতিজা আনোয়ার ফকিরকেও (৩৭) বুকে ছুরিকাঘাত করেন ইসলাম উদ্দিন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে তাড়াইল থানায় ইসলাম উদ্দিনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তভার পান পিবিআই এবং তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।