কুমিল্লার দাউদকান্দিতে মৎস্য প্রকল্পে ডাকাতের ছোড়া গুলিতে আমির হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। গৌরীপুর মৎস্য প্রকল্পের ইজারাদার নুরু মিয়া জানান, ‘আমিরাবাদে প্রকল্পের ঘর থেকে মঙ্গলবার রাতে মাছ পাঠানোর সময় আট-নয়জনের একদল মুখোশ পরা ডাকাত হামলা চালায়। ওসি জুনায়েত চৌধুরী বলেন, ডাকাতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।