যশোরের বেনাপোলে তৎকালীন ইসলামী ছাত্রশিবির নেতা রেজওয়ান হোসাইন নিখোঁজের নয় বছর পর ঘটনাটি তদন্তে মাঠে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) তদন্তকারী দল। ২০১৬ সালের ৪ আগস্ট রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর থেকে রেজওয়ানের কোনো খোঁজ মিলছে না।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গুমের পেছনে তৎকালীন বেনাপোল থানার ওসি অপূর্ব হাসান ও এসআই নূর আলমের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে তাদের নামে মামলা করেন রেজওয়ানের বাবা। এরপর থেকে ওসি অপূর্ব পলাতক এবং শামীম ও নূর আলম চাকরিতে বহাল।
গতকাল তিন সদস্যের তদন্ত দল বেনাপোল পৌর ভূমি অফিসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেনসহ তিন সদস্যবিশিষ্ট তদন্ত দল উপস্থিত হয়ে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু করে। দলটি নিখোঁজ রেজওয়ানের পরিবারের সদস্য, সহপাঠী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিচ্ছে। তদন্তকারীরা জানান, তারা ঘটনা সংশ্লিষ্ট প্রত্যেকের বক্তব্য নিচ্ছেন। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ আগস্ট রাতে বেনাপোল পৌরসভার ভূমি অফিসের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে রেজওয়ান হোসাইনকে তুলে নেওয়া হয়। তখন থেকে তিনি নিখোঁজ।
পরিবার বহুবার থানায়, জেলা প্রশাসন ও হাই কোর্টে নিখোঁজের অভিযোগ করলেও কোনো অগ্রগতি হয়নি। ২০২৪ সালের ২০ অক্টোবর ছাত্রশিবিরের ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয় নেতার গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বরাবরে অভিযোগ দাখিল করে তাদের পরিবার। সেই ছয় নেতার মধ্যে রেজওয়ান হোসাইন রয়েছেন।