কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গা শিশুদের শিক্ষা কেন্দ্র থেকে চাকরি হারানো শিক্ষকদের কর্মসূচি পুলিশের বাধায় ভণ্ডুল হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন শিক্ষক আহত হন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অন্তত ২৮ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েক শ মানুষ থানা ঘেরাও করে রাখেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা সকাল ৭টায় উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। সাড়ে ৯টার দিকে প্রধান সড়কের পাশাপাশি রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢোকার বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে দেন তাঁরা।
এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে হেফাজতে নেয়। আহতদের মধ্যে সাতজন উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও তিনজন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি।
পুলিশের অভিযোগ, আন্দোলনের আড়ালে কিছু শিক্ষার্থী সহিংসতা চালায় এবং সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা জনভোগান্তির সৃষ্টি করে। তাদের আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সুজাউদ্দিন জানান, শিক্ষকরা আন্দোলন করছে। সেখানে আমাদের নৈতিক সমর্থন ছিল। কিন্তু পুলিশ বিনা কারণে লাঠিচার্জ করেছে এবং কয়েকজন সমন্বয়ককে গ্রেপ্তার করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানা হেফাজতে রাখা সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।