পরিচয় থেকে বন্ধুত্ব। তারপর তিন বছরের প্রেম। প্রেমের স্থায়ী পরিণতি দিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে নওগাঁ এসে স্থানীয় যুবক জামিল হোসেনের (২৪) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশি এই নববধূকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। নওগাঁর বদলগাছী উপজেলার জামিলের সঙ্গে একটি শপিং মলে বাজার করতে গিয়ে নাজিয়া বিনতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ জুন তারা বাংলাদেশে আসেন। গত শুক্রবার বিকালে নিজ বাড়িতেই জাঁকজমকমভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে প্রেমিক জামিল হোসেনের গ্রামের নিজ বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। জামিল হোসেন বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রামের কালাম হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। জামিল হোসেন বলেন, ‘২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যান। যাওয়ার পর মালয়েশিয়ার জহুরবারু মোয়ার থানা এলাকায় একটি ফার্নিচার দোকানে চাকরি করতেন। পাশেই একটি শপিং মল ছিল। সেখানে জামিল প্রায়ই কেনাকাটা করতে যেতেন। একপর্যায়ে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে নাজিয়ার বাবা-মা এ সম্পর্ক নিয়ে একটু মনঃক্ষুণ্ন ছিলেন। পরে পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আগেই তিনি নাজিয়া বিনতে শাহরুল হিজাম বিয়ে করেন। এরপর গত ৩০ জুন তারা বাংলাদেশে এসে ইসলামি শরিয়ত মোতাবেক আবার বিয়ে হয়। ছুটি শেষে আবার তারা মালয়েশিয়ায় ফিরে যাবেন। তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘আমি জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। প্রেমিক জামিল হোসেনের পরিবারের সদস্যরা তাকে মেয়ের মতো গ্রহণ করেছেন।’
শিরোনাম
- বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
- টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও নিখোঁজ বহু
- তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
- লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ
- জুভেন্টাসে পাড়ি জমালেন কানাডার রেকর্ড গোলস্কোরার
- তুরস্কে তিন বিরোধীদলীয় মেয়র গ্রেফতার
- এআই দিয়ে তৈরি ভিডিও কীভাবে চিনবেন?
- মেসির জোড়া গোলে দাপুটে জয় মায়ামির
- চাইলেই লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
নওগাঁয় মালয়েশীয় তরুণী বসলেন বিয়ের পিঁড়িতে
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর