পাবনার আতাইকুলা থানার চতরা বিলে গড়ে উঠেছিল গোপন অস্ত্র তৈরির কারখানা। সোমবার রাতে আতাইকুলা থানা পুলিশের বিশেষ অভিযানে ওই কারখানার সন্ধান মেলে। এ সময় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন পাবনা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন (৪০) ও খোদাইপুর গ্রামের দিরাজ হোসেনের ছেলে রেজাউল করিম (৪২)।
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকায় সন্ত্রাসী ময়েজ বাহিনী নানান অপরাধমূলক কর্মকা চালিয়ে আসছিল। এ কাজে নেতৃত্ব দিচ্ছিলেন বিল ইজারাদার ফজলু এবং মূলহোতা ময়েজ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি রিভলবার, তিনটি গুলি, ওয়ান শুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, লোহার পাত, গানপাউডারসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন ডাকাতি, চাঁদাবাজি এবং বর্ষা মৌসুমে বিল দখলের উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তারা চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিলেন। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।