দেশে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল গুলশানে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী এ আলোচনা সভার আয়োজন করে। মামুনুল হক বলেন, ‘শাপলা চত্বর ও মোদির আগমনে শাহাদাতের ওপর চব্বিশের ভিত তৈরি হয়।’ তিনি বলেন, ‘চব্বিশের শাহাদাতমঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা শুরু থেকে তাদের সহযোগিতা করেছি। তাদের রক্ষার চেষ্টা করেছে হেফাজত ইসলাম।’ তিনি বলেন, ‘নারী সংস্কারের নামে দেশের দীর্ঘদিনের সংস্কৃতি ধ্বংসের যে নীলনকশা তৈরি হয়েছে তার বিরোধিতা আমরা করেছি। বাংলার মাটিতে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না। মানবাধিকার কমিশনের নামে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না।’ ইসলাম টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাওয়ার হুঁশিয়ারি দেন মামুনুল হক। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন হেফাজত আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।