যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ৪ জুলাইয়ে গুরুত্ব অনেক। ২৪৯ বছর আগে এই দিনে তারা পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হয়েছিল। রক্তক্ষয়ী এক লড়াইয়ে পরাজিত করেছিল ঔপনিবেশিক শক্তিকে। প্রতি বছর ৪ জুলাই বিশেষ আয়োজন করে আমেরিকার মানুষ। আতশবাজি হয়। রাতের অন্ধকারে আলোকিত হয় আমেরিকার আকাশ। মনোমুগ্ধকর আতশবাজি দেখতে নানা আয়োজন নিয়ে রাস্তায় কিংবা পার্কে দল বেঁধে বসে পড়ে মানুষ। সেসব আয়োজনে থাকে নানা রকমের খাবার, খেলার সরঞ্জাম আরও কত কী! ফায়ারওয়ার্ক শেষ হলেই গোল হয়ে দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ওঠে আমেরিকানরা। এরপর রাতভর চলে তরুণ-তরুণীদের নানা উৎসব।
যুক্তরাষ্ট্রের এবারের স্বাধীনতা দিবসে একটু ভিন্ন আয়োজন ছিল। এবার ক্লাব ফুটবলের মাঠে আমেরিকানরা স্বাধীনতা দিবস উদ্যাপন করল। শুক্রবার আমেরিকান সময় রাত ৯টায় ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় চেলসি-পালমেইরাস। এ ম্যাচের আগে স্টেডিয়ামে হয় ফায়ারওয়ার্কস। প্রায় ৬৬ হাজার ফুটবলপ্রেমী গ্যালারি থেকে মনোমুগ্ধকর এ দৃশ্য দেখেছেন। চেলসি-পালমেইরাস ম্যাচে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে এ আলোক প্রদর্শনী।
যুক্তরাষ্ট্রের
স্বাধীনতা দিবসে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচের ১৬ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। ৫৩ মিনিটে এস্তেভাও উইলিয়ানের গোলে সমতায় ফেরে পালমেইরাস। ব্রাজিলিয়ান ক্লাবের সমর্থকরা বুনো উল্লাসে মেতে ওঠে স্টেডিয়ামের গ্যালারিতে। তবে ৮৩ মিনিটে ওয়েভার্টনের আত্মঘাতী গোলে সেই উল্লাস থেমে যায় ব্রাজিলিয়ানদের। ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
পালমেইরাস বিদায় নিলেও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স টিকে আছে ক্লাব বিশ্বকাপে। ওরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। মার্টিনেল্লি ও হারকিউলিসের গোলে জয় পেয়েছে তারা। আল হিলালকে লিওনার্দো সমতায় ফিরিয়েছেন একবার। তবে পরাজয় রুখতে পারেনি তারা। আল হিলালের সঙ্গে এশিয়াও বিদায় নিল ক্লাব বিশ্বকাপ থেকে। সেমিফাইনালে ফ্লুমিনেন্স ও চেলসি মুখোমুখি হবে। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপেরই তিন দল খেলবে। লাতিন আমেরিকার কেবল একটি। গত রাতে কোয়ার্টার ফাইনালে খেলেছে ইউরোপের পিএসজি-বায়ার্ন এবং রিয়াল-ডর্টমুন্ড। দুই কোয়ার্টার ফাইনাল থেকে দুই ইউরোপের ক্লাব নিশ্চিত করেছে সেমিফাইনাল। ক্লাব বিশ্বকাপে কি আরও একবার ইউরোপের শ্রেষ্ঠত্বই প্রমাণ হবে? ফিফা ক্লাব বিশ্বকাপ এবার চলে এলো নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। দুটি সেমিফাইনালের পাশাপাশি ফাইনালও হবে এ মাঠেই।