নারী ওয়ানডে বিশ্বকাপ আগামী মাসে। বাংলাদেশ নারী দল খেলবে বিশ্বকাপে। তারই প্রস্তুতি নিতে তিন দলের ওমেনস চ্যালেঞ্জড কাপ চলছে। বিকেএসপিতে গতকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ দল মুখোমুখি হয়েছিল বিসিবি অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে। খেলায় পাত্তাই পাননি নিগাররা। ব্যাটিং ব্যর্থতায় হেরেছেন ৮৭ রানে। অনূর্ধ্ব-১৫ প্রথম ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৮১ রান করে। জবাবে লাল দল ৯৪ রানে অলআউট হয়। নারীদের পক্ষে শারমিন সুলতানা ৫৪ বলে ২০ ও তানজিম ১৬ রান করেন। বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে বায়েজিদ ৮১ বলে ৪৬ ও আলিফ ৮১ বলে ৪৫ রান করেন।
এই এক প্রস্তুতি ম্যাচ খেলেই নারী দল ওয়ানডে বিশ্বকাপ খেলবে। গ্রুপ পর্ব পেরোতে পারলেই তা হবে বড় প্রাপ্তি।