সপ্তাহের ব্যবধানে মুদ্রার উভয় পিঠ দেখে ফেললেন বাংলাদেশের ক্রিকেটাররা। শারজাহতে গেল সপ্তাহে দুরন্ত পারফরম্যান্সে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টি-২০ সিরিজে। আবুধাবিতে এবার উল্টো চিত্র। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় পড়েছেন মেহেদি হাসান মিরাজরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৫ উইকেটে ও দ্বিতীয়টি ৮১ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। মিরাজ বাহিনী খেলবে হোয়াইটওয়াশ এড়াতে। রশিদ খান, ইব্রাহিম জাদরানরা নামবেন প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে টাইগারদের হারাতে। যদিও দুই দলের আগের চার সিরিজের সবইর ব্যবধান ছিল ২-১। এবারও কি তেমন হবে? যদিও আফগানিস্তান টানা ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছিল ২০১৬ ও ২০২২ সালে। আফগানিস্তান সিরিজ জিতেছে ২০২৩ ও ২০২৪ সালে। মিরাজ বাহিনীর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ আজ। কিন্তু আলোচনায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। টাইগাররা কি সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে? ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ১৪ দলের বিশ্বকাপে সরাসরি খেলবে আট দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দলগুলো বাছাইপর্ব খেলে আসবে। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এর ভিতরে থাকতে হবে। যদি না থাকে তাহলে বাছাইপর্ব খেলতে হবে। বিশ্বকাপের সহআয়োজক দক্ষিণ আফ্রিকা যদি র্যাঙ্কিংয়ের আটের বাইরে চলে যায়, তাহলে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে। গত এক-দেড় বছর বাংলাদেশের যে পারফরম্যান্স, তাতে অনেকেই সন্দেহ পোষণ করছেন। সর্বশেষ ১১ ওয়ানডেতে টাইগারদের জয় সাকল্যে একটি। সেটা আবার শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ গত ১৪ বছরে এতটা বাজে সময় কাটায়নি। অবশ্য ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে আটটি। আট সিরিজে ওয়ানডে খেলবে ২৪টি। এ সময়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে। এর মধ্যে জিম্বাবুয়ের মাটিতে পাঁচটি ও আয়ারল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে খেলবে। বাকি সব সিরিজ ঘরের মাটিতে এবং প্রতিটি সিরিজেই খেলা তিনটি করে। অবশ্য ২০২৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুবই নিম্নমুখী। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাদে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে ছয়টি। শ্রীলঙ্কা ছাড়া বাকি সবই হেরেছে টাইগাররা। এর মধ্যে টানা চারটি সিরিজে হেরেছে বাংলাদেশ। এর আগেও টানা চারটি ওয়ানডে সিরিজ হারের রেকর্ড রয়েছে টাইগারদের। ২০১১ সালে টানা সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। আজ হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিং লাইনকে জ্বলে উঠতে হবে নিঃসন্দেহে। বড় জুটি গড়ার পাশাপাশি ব্যক্তিগত বড় ইনিংসও খেলতে হবে তানিজদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ, জাকের আলি, তাওহিদ হৃদয়দের।
সামনে বাংলাদেশের যত ওয়ানডে সিরিজ
সময় প্রতিপক্ষ ম্যাচ
অক্টোবর ২০২৫ ওয়েস্ট ইন্ডিজ ৩
মার্চ-এপ্রিল ২০২৬ পাকিস্তান ৩
এপ্রিল ২০২৬ নিউজিল্যান্ড ৩
জুন ২০২৬ অস্ট্রেলিয়া ৩
জুলাই ২০২৬ জিম্বাবুয়ে ৫
আগস্ট ২০২৬ আয়ারল্যান্ড ৩
সেপ্টেম্বর ২০২৬ ভারত ৩
নভেম্বর ২০২৬ দক্ষিণ আফ্রিকা ৩