এজবাস্টনে চলমান টেস্টে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ভারত অধিনায়ক শুবমান গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতরান করে নিজের নাম তুললেন টেস্ট ইতিহাসের সোনালি পাতায়। ভারতের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও শতরান করার কীর্তি গড়লেন তিনি।
চতুর্থ দিন (৫ জুলাই) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত দুই উইকেট হারায় ভারত। তখনই ক্রিজে আসেন অধিনায়ক গিল। আগের ইনিংসের মতোই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ইংল্যান্ড বোলারদের হতাশ করে ১২৯ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক। এটি ছিল এই সিরিজে তার তৃতীয় এবং ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি।
এর মাধ্যমে গিল ছুঁয়ে ফেললেন সুনীল গাভাস্কারের ৫৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টে ১২৪ ও ২২০ রান করেছিলেন গাভাসকর। ভারতের হয়ে একমাত্র তিনিই আগে এই কীর্তি গড়েছিলেন।
বিশ্ব ক্রিকেটে এ পর্যন্ত মাত্র ৯ জন ব্যাটার একই টেস্টে দ্বিশতরান ও শতরান করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। শুবমান গিল সেই অভিজাত তালিকায় নবম নাম।
এই ইনিংস দিয়ে শুধু বিরল রেকর্ডেই নাম লেখাননি, বরং বিরাট কোহলির টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও ভেঙেছেন তিনি। কোহলির সর্বোচ্চ স্কোর ছিল ২৫৪, গিল তা ছাড়িয়ে গেছেন ২৬৯ রানে।
বিডি প্রতিদিন/মুসা