ভাদ্রের ভরা মৌসুমে অভ্যন্তরীণ নদীতে ইলিশ মাছের দেখা মিলছে না। যা মেলে তা-ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সপ্তাহের ব্যবধানে বরিশালে প্রতি কেজি ইলিশের দাম ৩০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। বরিশাল মহানগরের ইলিশ মোকাম পোর্ট রোড বাজারে গিয়ে দেখা গেছে, কয়েকজন খুচরা ব্যবসায়ী মাছ নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন। ক্রেতা সরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম দাম জিজ্ঞেস করেই আঁতকে ওঠেন। তিনি বলেন, ‘ইলিশ আর আমরা কিনতে পারব না। তার চেয়ে অন্য মাছ কিনব।’ খুচরা বিক্রেতা মো. জসিমউদ্দিন বলেন, ‘বাজারে তেমন মাছ ওঠে না। যা ওঠে, দাম অনেক বেশি। দুই দিন কোনো মাছ কিনি নাই। যে দাম চায়, ওই দাম দিয়ে মাছ কিনে বেচতে পারমু না। মাছ বিক্রি না করলে তো সংসার চলবে না। তাই কয়েকটি মাছ বিক্রির জন্য কিনছি। কিন্তু ক্রেতা দাম শুনে চলে যায়।’ জসিমের কাছে থাকা কেজি সাইজের মাছের একদর ২ হাজার ৮০০ টাকা। অন্য বিক্রেতারাও জানালেন, তাঁরাও একই দামে বিক্রি করেন। বিক্রেতা মাসুম মৃধা বলেন, ‘বাজারে এখন কেজি সাইজের ওপর মাছ নেই। এক সপ্তাহ আগে কেজি সাইজের ইলিশ ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেছি। আজ (শনিবার) পাইকারিতেই ২ হাজার ৮০০ টাকা দরে কিনছি। মোগো তো ১০০ টাকা লাভ করা লাগবে। এ ছাড়া ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা, ৫০০ গ্রামের প্রতি কেজি ২ হাজার টাকা, ৩০০ গ্রামের প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়েছে।’ মেঘনা নদীর জেলে হিজলা উপজেলার মান্দ্র চর কুশরিয়ার নাগর খান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে ছিলাম। ছোট সাইজের চারটি মাছ পেয়েছি। এতে ইঞ্জিনচালিত নৌকার তেলের খরচই ওঠে না। ঘাটের সিংহভাগ জেলের অবস্থা একই। একেকটি নৌকায় ৪-৫টি মাছের বেশি ওঠেনি। কারও নৌকায় বড় মাছ দেখিনি। কেন নদীতে মাছ নেই, তা-ও বলতে পারি না।’ এ অবস্থা চলতে থাকলে সমস্যায় পড়তে হবে বলে জানান তিনি।
শিরোনাম
- বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- খিলগাঁওয়ে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ
- টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনও নিখোঁজ বহু
- তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
- লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের বড় নির্দেশক : উপদেষ্টা আসিফ
- জুভেন্টাসে পাড়ি জমালেন কানাডার রেকর্ড গোলস্কোরার
- তুরস্কে তিন বিরোধীদলীয় মেয়র গ্রেফতার
- এআই দিয়ে তৈরি ভিডিও কীভাবে চিনবেন?
- মেসির জোড়া গোলে দাপুটে জয় মায়ামির
- চাইলেই লুকানো যাবে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা
- যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি
- হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
- আগস্ট থেকে তেলের উৎপাদন বাড়াবে ওপেক প্লাস
- রাজনীতিতে আত্মপ্রকাশ করলেন ইলন মাস্ক, দলের নাম ‘আমেরিকা পার্টি’
- ২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করলো মাইক্রোসফট
- স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব, নিজের মুখপাত্রকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ জুলাই)
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
অষ্টম কলাম
ভরা মৌসুমেও ধরা পড়ছে না ইলিশ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর