চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কোদালের কোপে শাহ আলম সওদাগর (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহ আলম সওদাগর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে চাচাতো ভাই শাহ নেওয়াজ লাভলুকে রাস্তায় বালুর বস্তা দিতে দেখে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর মাথায় কোদাল দিয়ে কোপ দেন লাভলু। কোদালের আঘাতে শাহ আলমের মাথার মগজ বেরিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘কোদালের কোপে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’