বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে জামায়াতে ইসলামী বিজয় অর্জন করবে। এজন্য সব ভোটারের কাছে যেতে হবে। ভালোবাসা দিয়ে ভোটারদের মন জয় করতে হবে। গতকাল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসে আয়োজিত উপজেলা রুকন (পুরুষ, মহিলা) ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর জেলা শুরা সদস্য ও উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নূরুল আমীন প্রমুখ। জামায়াত আমিরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আবদুল হালিম বলেন, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। নিজেরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না। যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা একসময় রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে।