এক যুগেরও বেশি সময় বলিউডের রূপালি পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও যমজ সন্তানদের নিয়ে ব্যস্ত সময় পার করলেও কখনোই ভুলে যাননি মায়ানগরীকে। এবার সেই ফাঁক পূরণ করতে যাচ্ছেন তিনি। ১৪ বছরের বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফিরছেন এই ‘নো এন্ট্রি’ খ্যাত তারকা।
সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিজন গ্রিটিংস’ ছবিতে। এরপর দীর্ঘ নীরবতা। তবে এবার নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন সেলিনা নিজেই।
গতকাল শুক্রবার তিনি ইনস্টাগ্রামে যমজ সন্তান ধারণকালের একটি আবেগঘন মুহূর্ত শেয়ার করেন। পোস্টটিতে এক অনুসারী জানতে চান, "আপনি কবে আবার অভিনয়ে ফিরবেন? উত্তরে সেলিনা লেখেন, “খুব তাড়াতাড়ি”। এই সংক্ষিপ্ত উত্তরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
এরপর ভারতীয় এক গণমাধ্যমকে সেলিনা জানান, তিনি এখন দেশের বাইরে ভ্রমণে রয়েছেন। তবে শিগগিরই দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ফেরা নিয়ে বিস্তারিত জানাবেন। যদিও ঠিক কোন পরিচালকের সিনেমা দিয়ে তিনি ফিরছেন, সে বিষয়ে কিছু জানাননি।
ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে—এমন ইঙ্গিতেই উচ্ছ্বসিত নেটদুনিয়া।
বিডি প্রতিদিন/আশিক