বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, প্রতিষ্ঠার ৭২ বছরে এই বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘসময় প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে অবশ্যই হিসেব করার আছে। আমাদের প্রাপ্তি আছে, তবে অপ্রাপ্তির তালিকাও অনেক দীর্ঘ। তবে সকল প্রতিবন্ধকতা ছাপিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে সার্বিক তৎপরতা অব্যাহত থাকবে।
শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি, সিনেট ভবনে আলোচনা সভা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
এ উপদেষ্টা প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন। এখানে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন করে দেশ গঠনে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করেন তিনি।
১৯৫৩ সালের ৬ জুলাই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। অধ্যাপক ইতরাত হোসেন জুবেরীকে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে ১৬১ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। ৭২ বছরের দীর্ঘ এ পথ চলায় বহু শহীদ শামসুজ্জোহাসহ বহু জ্ঞানীগুণী তৈরিতে অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয়। দেশের ক্রান্তিলগ্নে অন্যায়ের প্রতিবাদে দাবানলের মতো ফেটে পড়ার ইতিহাসও এ ক্যাম্পাসকে শাণিত করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন