রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 'ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ' বিভাগ নামকরণ করে বিভিন্ন সুযোগ সৃষ্টির দাবিতে এ আন্দোলন করেন তারা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ দাবি জানানো হয়।
এ ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এক্রাম উল্যাহ বলেন, বিভাগের সুপারিশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, বিভাগের নিজস্ব কোন কোড নেই এবং চাকরি ক্ষেত্রে নিজস্ব ফিল্ডে জব পাওয়া কঠিন হচ্ছে। অথচ সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে এ বিভাগ অন্য ডিসিপ্লিনের মতোই সব বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে।
বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব বলেন, এই নাম সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন এটাকে কর্ণপাত করছে না। অবিলম্বে বিষয়টি সুরাহায় উপাচার্যের হস্তক্ষেপ চান তিনি।
এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে অনুষদে নাম সংস্কারের সুপারিশ করা হয়েছে। এখন আন্দোলনের কোন কারণ দেখি না।
বিডি প্রতিদিন/আরাফাত