বগুড়ার শিবগঞ্জে ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের নিয়ে ওলামা-মাশায়েখ সমাবেশ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি এ সমাবেশের আয়োজনে করে। এদিন বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ১,০৬৮টি জামে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ সমাবেশে হাজারো জনতার ঢল নামে। এছাড়া প্রায় তিন হাজার ওলামা-মাশায়েখ এতে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহাসিক মাজার মসজিদের খতিব হযরত মাওলানা ইমদাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাস্থান মাহী সওয়ার মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মতিউর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই