নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ সম্প্রতি তাদের শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী এসপিএসএস সফটওয়্যার প্রশিক্ষণ সেশন আয়োজন করে।
বিভাগের সহকারী অধ্যাপক ড. সুন্তু কুমার ঘোষ এ প্রশিক্ষণ পরিচালনা করেন। এটি ছিল ‘রিসার্চ মেথডস’ (গবেষণা পদ্ধতি) কোর্সের একটি অংশ। বিশ্ববিদ্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ সেশনে শিক্ষার্থীরা হাতে-কলমে (প্রায়োগিকভাবে) ডেটা বিশ্লেষণ শিখে।
প্রশিক্ষণে শিক্ষার্থীরা শিখেছে— কীভাবে এসপিএসএস সফটওয়্যারের মাধ্যমে গবেষণার তথ্য সাজানো যায়, কীভাবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ করা যায় এবং বাস্তব জীবনের ব্যবসা ও গবেষণায় তা প্রয়োগ করা যায়।
বিভাগীয় শিক্ষকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখছে না, বরং বাস্তব দক্ষতাও অর্জনের সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবে।
শিক্ষার্থীরাও মনে করেন, এই প্রশিক্ষণ তাদের গবেষণাভিত্তিক পড়াশোনা সহজ করেছে এবং তথ্য বিশ্লেষণে দক্ষ হতে সহায়তা করেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গবেষণায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল