ফুটবলবিশ্বে শোকের ছায়া। আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার মৃত্যু গভীর শোক ও বিস্ময়ের জন্ম দিয়েছে বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের মাঝে। জাতীয় দল, লিভারপুল এবং ঘনিষ্ঠ বন্ধু-সতীর্থদের জন্য এই ক্ষতি অপূরণীয়।
স্পেনের সামোরা প্রদেশে গত বুধবার মধ্যরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান ২৮ বছর বয়সী জোতা। তার সঙ্গে প্রাণ হারান ছোট ভাই আন্দ্রে সিলভাও। চিকিৎসকের পরামর্শে বিমানে ভ্রমণ না করে গাড়ি ভাড়া করে ফেরিতে ওঠার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে টায়ার বিস্ফোরণের ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং আগুন ধরে যায়।
জোতার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে শনিবার, তার নিজ শহর পোর্তোর নিকটবর্তী গন্দোমারে। সেখানে উপস্থিত ছিলেন লিভারপুলের কোচ আর্নে স্লট, অধিনায়ক ভার্জিন ফন ডাইক, জর্ডান হেন্ডারসন, রুবেন নেভেসসহ জাতীয় ও ক্লাব দলের অনেক সতীর্থ। ছিলেন শত শত ভক্ত-সমর্থকও।
এমন হৃদয়বিদারক ঘটনার পর লিভারপুল ফুটবল ক্লাব নিয়েছে এক মানবিক ও প্রশংসনীয় সিদ্ধান্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত জটার সঙ্গে লিভারপুলের চুক্তি থাকলেও মৃত্যু সত্ত্বেও আগামী দুই বছরের সম্পূর্ণ বেতন তার পরিবারকে পরিশোধ করবে ক্লাবটি।
এছাড়া, সম্মান জানাতে স্থায়ীভাবে অবসর দেওয়া হচ্ছে জটার পরা ২০ নম্বর জার্সিটিও।
২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। অ্যানফিল্ডে তিনি খেলেছেন ১৮২টি ম্যাচ, গোল করেছেন ৬৫টি। গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়েও তার ছিল বড় অবদান। জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলে পর্তুগালের জার্সিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান, জিতেছেন দুটি উয়েফা নেশনস লিগ।
মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে, ২২ জুন তিনি বিয়ে করেন দীর্ঘদিনের সঙ্গী রুটকে। তাদের তিনটি ছোট সন্তান রয়েছে; দুই ছেলে ও এক কন্যা।
বিডি প্রতিদিন/মুসা