বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী স্কাউটস প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৬ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা স্কাউটসের আয়োজনে ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে এই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার আখতারুজ্জামান সাবু, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ জেলা ও উপজেলা স্কাউটসের অন্যান্য সদস্যরা।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২৫তম গ্রুপ সভাপতি কোর্স এবং ১৩তম কাব স্কাউট ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্সের মোট ৮০ জন শিক্ষক।
বিডি প্রতিদিন/জামশেদ