২৮ আগস্ট, ২০২৩ ১৭:৫৬

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুর প্রতিনিধি


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি

গাজীপুরে লরির চাপায় এক বিদেশি কোম্পানির সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। সোমবার সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় ভোগড়া-মীরের বাজার সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম আকমল হোসেন (৪৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে এবং ঠিকাদারী প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার এস আই হুমায়ুন কবির জানান, রবিবার দিবাগত মধ্যরাতে লরির ধাক্কা লেগে পেছনে থাকা আকমল পড়ে গিয়ে ওই গাড়ির চাকায় চাপা পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর