ফেনীতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমই) যুগ্ম সচিব মো. আকনুর রহমান।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) পরিচালক লাবণী চাকমা।
কর্মশালায় আলোচনায় উঠে আসে সরকারি ক্রয় কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সর্বক্ষেত্রে প্রয়োগ করা দরকার। দেশের মোট বাজেটের প্রায় ৮০ শতাংশ অর্থ ব্যবহার হয় সরকারি ক্রয় কার্যক্রমে। এ কারণে সার্বিক সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে ই-জিপি কার্যক্রমের বিকল্প নেই।
কর্মশালায় জেলার সরকারি সকল দপ্তরের প্রধানরা, ব্যাংক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই