পটুয়াখালীর দুমকিতে জবাইকৃত একটি চোরাই গরুর মাংস, ছুরি, চাপাতি, চোরাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও একটি পিকআপসহ ৬ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার লেবুখালী এলাকা থেকে টহল পুলিশের একটি টিম চুরি করে আনা একটি গরু জবাইকালে সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়।
তারা হলেন- কসাই আ. করিম (২২), রানা খান (২৪), আলম ভূইয়া (৩০), বশির হাওলাদার (২৬), এখলাস (১৯) ও কাওসার সিকদার (২৮)। এদের মধ্যে করিম কসাইয়ের গ্রামের বারি দুমকি উপজেলার লেবুখালী এলাকায় এবং অন্যান্যদের বাড়ি পার্শ্ববর্তি বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
দুমকি থানার এসআই আবুল কালাম বাদি হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার (০২ সেপ্টেম্বর) দুপুরে তাদের পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক আসামিদের নিয়মিত মামলায় কোর্টে সোপর্দ করা হয়েছে। চোরচক্রটির বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০টিরও বেশি গরু চুরি করার অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ