নরসিংদীতে ফাইজুল মিয়া (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ফাইজুল মিয়া শিবপুরের হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষের। কিভাবে কি ঘটলো, সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএ