যশোর শহরের বড়বাজার এলাকার ভৈরব নদী থেকে শুকুর আলী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহত শুকুর আলী শহরের বাড়ান্দী মোল্যা পাড়া এলাকার সিদ্দিকের ছেলে।
রবিবার দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শহরের কালীবাড়ি মন্দিরের পিছনে ভৈরব নদে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে। পরে খবর দেয়া হলে কোতয়ালী থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত করছি। সে পানিতে পড়ে মারা গেছে কিনা, হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে বিস্তারিত তদন্তের পর জানাতে পারবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন