রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
গতকাল শনিবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া এলাকায় অবস্থিত জামিয়া কারীমিয়া মাদ্রাসার সভাকক্ষে আয়োজিত দলের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই দাবি জানান।
‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়,’ উল্লেখ করে চরমোনাই পীর রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র গঠন করা। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পার হলেও সেই লক্ষ্য অর্জিত হয়নি। বরং আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের কারণে আজ দেশ নাজুক পরিস্থিতির সম্মুখীন। ক্ষমতাসীনরা সন্ত্রাস আর লুটপাটে ব্যস্ত। দেশের টাকা বিদেশে পাচার করছে। ফলে ব্যাংক খাত দেউলিয়া হওয়ার পথে।’
তিনি আরো বলেন, ‘বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’
আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে মুফতি রেজাউল করিম বলেন, ‘ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তৎকালিন বিএনপি সরকারের বিরুদ্ধে ১৭৩দিন হরতার-অবরোধ করে দেশকে অচল করে দিয়েছিলেন। সেই কথা কী ভুলে গেছেন। অথচ সংবিধানের দোহাই দিয়ে দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। মনে রাখা উচিত মানুষের কল্যাণের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ।’
জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দলটির স্থানীয় উপজেলা শাখার উদ্যোগে এই তৃণমূল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোকাল্লেম হোসাইন ওসমানীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হক আজাদ, বগুড়া জেলা শাখার উপদেষ্টা ইউনুছ আলী, জেলা শাখার সভাপতি মাওলানা আ.ন.ম মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম শফিক, সহসাধারণ প্রভাষক মীর মো. মাহমুদুর রহমান চুন্নু। এছাড়া অন্যদের মধ্যে শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি সোলাইমান আলী, ইমরান কামাল খান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ