‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে রবিবার সকাল সাড়ে ১০টায় বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে ফিতা কেটে ও ফানুস উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর উপজেলা কৃষি অফিসার মো: মনির হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো: নরুল আমিন প্রমুখ।
এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় হতে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বৃক্ষমেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছ নিয়ে অর্ধ-শতাধিক স্টল বসেছে। ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে বৃক্ষমেলা। মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৩টি স্টলে সুন্দরবনের বিভিন্ন ধরনের বনজ ও ওষুধি গাছের চারা উপস্থাপন ও বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ