নাটোরের বড়াইগ্রাম পৌরসভা 'ক' শ্রেণীতে উন্নীত হয়েছে। রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পৌর শাখা-২ কর্তৃক এ পৌরসভাকে 'খ' শ্রেণী থেকে 'ক' শ্রেণীতে উন্নীতের সরকারি প্রজ্ঞাপনটি জারি করা হয়। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কপি পৌরসভায় পৌঁছলে পৌর পরিষদসহ সর্বসাধারণের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পৌরসভা 'ক' শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌর পরিষদ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ লোকজন একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন।
প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার পৌর শাখা-২ বিগত ৩১/০৫/২০১১ তারিখের ৮১১ নং স্বারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বড়াইগ্রাম পৌরসভাকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে 'খ' শ্রেণী হতে 'ক' শ্রেণীতে উন্নীত করা হয়। তবে, পৌরসভাটি 'ক' শ্রেণীতে উন্নীত হলেও কর্মকর্তা, কর্মচারীদের পদমর্যাদা ও বেতন ক্রম উন্নীত হবেনা। পরিপত্রে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষর করেন।
এ ব্যাপারে মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, এক কোটি ৫৫ লাখ টাকা ঋণ মাথায় নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। পৌরবাসীর সহায়তায় সে অবস্থা কাটিয়ে পৌরসভাকে 'ক' শ্রেণীতে উন্নীত করতে পেরেছি। এ জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ পৌরসভার সর্বস্তরের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিডি প্রতিদিন/এএ