১৪ অক্টোবর, ২০২৩ ১৩:৪৫

নেত্রকোনায় মহালয়া অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মহালয়া অনুষ্ঠিত

নেত্রকোনায় মহালয়া অনুষ্ঠিত

নেত্রকোনায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এ বছরই প্রথম দিবসটি উপলক্ষে পৌর শহরের নাগড়া শিববাড়ী দুর্গাপূজা মন্দিরের আয়োজনে মন্দিরের সামনে মহালয়া অনুষ্ঠিত হয়। ভোর ৬টা ৩০ মিনিট থেকে মন্দিরের সামনে গান, নৃত্য ও মহিষাসুর বধ পালা পরিবেশন করেন জেলার সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

এতে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত জানান, এ বছর ৫৬০টি  মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসন থেকে প্রতিবারের মতো ৫০০ কেজি করে প্রতিটি মণ্ডপে সরকারি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, নিরাপত্তার জন্য পুলিশের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। গত বছরের ন্যায় প্রতিটি মণ্ডপে সিসি টিভির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া বিট পুলিশিং ব্যবস্থায় প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে সেখানকার ছবি তুলে পাঠাচ্ছে নিয়োজিতরা। তাদের মধ্যে এই দায়িত্ব যে ভালোভাবে পালন করবে, তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে। এটা করা হয়েছে যাতে কাজের প্রতিযোগিতা থাকে। এতে করে নিরাপত্তা বলয় আরও অনেক জোরদার থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর