২১ অক্টোবর, ২০২৩ ১৯:৫৩

লালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৫

নাটোর প্রতিনিধি

লালপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৫

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের আট্রিকা নামকস্থানে দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন উপজেলার বিদিরপুর গ্রামের বাসিন্দা সোনাতন (৩০), তার মেয়ে রুপা (২০) ও পিয়াঙ্কাসহ (৬) রাজশাহী হরিপুর এলাকার রোকন (৩৭) ও তার স্ত্রী তিথি (২৮)। 

এ বিষয়ে লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর