রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রমেক হাসপাতাল সংলগ্ন মসজিদের পাশ থেকে গোল্ডস্টার (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। গোল্ড স্টার নগরীর হাজিরহাট থানার দক্ষিণ কামদেবপুর এলাকার তছলিম উদ্দিনের পুত্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।
মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, গোলস্টার হাসপাতালের ট্রলি উঠানামা করত কাজ করত। এছাড়া হাসপাতালে রোগী ধরে দালালি করত। সেই সাথে মাদকাসক্ত ছিলেন। এই বিষয়ে ইউডি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম