নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবে তারা আসলেই আমরা ভিসা দিয়ে দিব। দেশি অনেক পর্যবেক্ষক ও নির্বাচন পর্যবেক্ষণ করবে। ভোট শুধু আমাদের কাছে ভালো হলে হবে না। বহির্বিশ্বের কাছে ভালো হতে হবে। বহির্বিশ্বে এ ভোটটি দেখার জন্য বসে আছে। আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা ভালো বললে হবে না। এই নির্বাচন ভালো না হলো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।
বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনার ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় তিনি আরও বলেন, আমাদের উপর দেশি-বিদেশি কোন চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দিবো। ভালো ভোট না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।
এসময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশে থানা-পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী নিরাপত্তার কাজে মাঠে থাকবে। কাজেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন কমিশন কঠোরতার চরম পর্যায়ে যাবে।
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রত্যেক ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার সরবরাহ করা হবে। ভোট গ্রহণের সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করবো। ভোটারকে ভোটকেন্দ্রে আনার দায়িত্ব বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের।
আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার বদলে প্রতি আসনে ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইসি বলেন, আসন ভাগাভাগি এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। ভাগাভাগির নির্বাচন হলে এতো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতো না। আজকেও আমরা ফেনী জেলার ২১ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেছি।
বিডি প্রতিদিন/আরাফাত